09/19/2025 নারী অধিকার থেকে শিক্ষা, কূটনৈতিক ও ধর্মীয় সম্পর্ক জোরদার করতে আফগান সফরে মামুনুল হকসহ সাত বরেণ্য আলেম
odhikarpatra
১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৪
কাবুল, , অধিকারপত্র:
ইমারাত-এ-ইসলামিয়ার (তালেবান সরকার) আমন্ত্রণে কাবুল সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ সাতজন শীর্ষ আলেম। সফরে নারী অধিকার, শিক্ষা ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টি আলোচনায় অগ্রাধিকার পাচ্ছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান সরকারের আমন্ত্রণে সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ সাতজন বরেণ্য আলেম। বুধবার সকালে তাঁরা আফগান রাজধানীতে পৌঁছান।
বাংলাদেশ খেলাফত মজলিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরে আলেমদের প্রতিনিধিদল তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পাবে নারী অধিকার, মানবাধিকার, ধর্মীয় সম্পর্ক, শিক্ষা ও চিকিৎসা খাত এবং কূটনৈতিক বোঝাপড়া বৃদ্ধি।
বাংলাদেশি প্রতিনিধিদলে রয়েছেন— হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।
খেলাফত মজলিসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্কোন্নয়ন, ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা বৃদ্ধি এবং সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শনও সফরের অংশ হিসেবে রয়েছে।
এর আগে ১৪ সেপ্টেম্বর মামুনুল হকসহ আলেমদের এই প্রতিনিধিদল সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করেন। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে বুধবার তাঁরা আফগানিস্তানের কাবুলে পৌঁছান। আফগানিস্তান সফরের পর তাঁদের মধ্য এশিয়ার আরও কয়েকটি দেশ ভ্রমণের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।