09/19/2025 ইসলামী আন্দোলনের হুঁশিয়ারি: অনুপাতিক প্রতিনিধিত্ব না হলে নির্বাচন বর্জনের ডাক
odhikarpatra
১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৯
ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫ — রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির শীর্ষ নেতৃত্ব স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অনুপাতিক প্রতিনিধিত্ব (‘PR’) পদ্ধতি ছাড়া তারা কোনো নির্বাচন মানবে না এবং প্রয়োজনে নির্বাচন বর্জনের ডাক দেবে।
বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিলটি প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে দলের হাজারো নেতা-কর্মী অংশ নেন। সমাবেশে ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেন,
“প্রচলিত নির্বাচন ব্যবস্থায় জনগণের মতামত প্রতিফলিত হয় না। অনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা কার্যকর করতে হবে, নইলে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “১৪-দলীয় জোট ও ক্ষমতাসীনদের প্রভাবমুক্ত একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ তুলে দিতে হবে।”
????️ কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য:
ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ৫ দফা দাবির মধ্যে উল্লেখ করেছে—
১. বর্তমান নির্বাচন ব্যবস্থা বাতিল করে অনুপাতিক প্রতিনিধিত্ব চালু করা।
২. নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও ক্ষমতাপ্রাপ্ত করা।
৩. ১৪-দলীয় জোটসহ ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রভাবমুক্ত করা।
৪. প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ রাখা।
৫. ভোটাধিকার সুরক্ষায় সংবিধান সংশোধন।