09/20/2025 জিপিএইচ ইস্পাত ও বুয়েটের রাইজ চুক্তি: মেধাস্বত্ব রক্ষা ও জ্ঞানভিত্তিক অর্থনীতির পথে নতুন উদ্যোগ
odhikarpatra
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৬
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ) এবং জিপিএইচ ইস্পাতের মধ্যে মেধাস্বত্বভিত্তিক কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে দেশে মেধাস্বত্ব সুরক্ষা, উদ্ভাবনী ধারণার বাণিজ্যিকীকরণ এবং গবেষণার ফলকে পেটেন্ট করার সুযোগ বাড়বে। এতে শিক্ষার্থী, গবেষক ও শিল্প উদ্যোক্তারা নতুন জ্ঞানকে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, মেধাস্বত্ব রক্ষায় এই উদ্যোগ গবেষণা ও উদ্ভাবনের জন্য নতুন দিগন্ত খুলে দেবে। জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিভাবান শিক্ষার্থীদের জ্ঞান দেশের ভেতরে ধরে রাখা সম্ভব হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই অংশীদারিত্ব শুধু শিল্পখাত নয়, কৃষি, শিক্ষা ও এনার্জি সেক্টরে টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও সহায়ক হবে।