09/20/2025 চাকসু নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেল ঘোষণা, সমতাপূর্ণ ভোটের দাবি
odhikarpatra
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২০ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নতুন প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের কলার ঝুপড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে এই নতুন প্যানেল উন্মোচন করে।
প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইইই বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ও শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক তামজিদ উদ্দিন। সাধারণ সম্পাদক (জি.এস) পদে লড়বেন শাখা ইসলামী ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহামুদ রুমি এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. রোমান রহমান।
প্রথমে প্যানেলের নাম ছিল ‘চাকসু ফর র্যাপিড চেঞ্জ’, পরে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’।
সংশ্লিষ্টদের বক্তব্য:
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাকিব মাহামুদ রুমি বলেন,
“প্রক্টরিয়াল বডির ব্যর্থতার কারণে শিক্ষার্থীদের আস্থার সংকট তৈরি হয়েছে। আমরা চাই এমন প্রক্টরিয়াল কমিটি, যারা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে।”
প্যানেলের পূর্ণাঙ্গ তালিকায় সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, প্রযুক্তি, স্বাস্থ্য, মুক্তিযুদ্ধ, আইন ও মানবাধিকারসহ মোট ২০টির বেশি পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে।