09/22/2025 গাজা থেকে দুটি রকেট ছোড়া হয়েছে : ইসরাইলি বাহিনী
odhikarpatra
২১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৯
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, আজ রোববার গাজার উত্তরাঞ্চল থেকে দু’টি রকেট ছোড়া হয়েছে। তার মধ্যে একটি আটকে দেওয়া হয়েছে এবং অন্যটি ইসরাইলের দক্ষিণাঞ্চলে আঘাত হানে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগেই লাখিশ ও আশদোদ এলাকায় সাইরেন বেজেছে। গাজার উত্তরাঞ্চল থেকে দু’টি রকেট ছোড়া হয়েছে। তার মধ্যে একটি ভূপাতিত করা হয়েছে এবং অন্যটি ফাঁকা জায়গায় পড়েছে। এতে কেউ হতাহত হয়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা সিটিতে ইসরাইলি সেনাবাহিনীর তীব্র বিমান ও স্থল আক্রমণের মধ্যে পাল্টা রকেট নিক্ষেপের ঘটনা বিরল হয়ে উঠেছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এসব রকেট ছোড়ার দায় স্বীকার করেনি