09/24/2025 টাইফয়েড টিকা ৪২ লাখ শিশু পাবে
odhikarpatra
২৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৯
সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় খুলনা বিভাগে মোট ৪২ লাখ ৫৯ হাজার ৩৭৮ শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া হবে।
শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষায় আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য আজ খুলনায় সিএসএস আভা সেন্টারে বিভাগীয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাস্থ্য কর্মকর্তারা ঘোষণা করেন, খুলনা বিভাগে মোট ৪২ লাখ ৫৯ হাজার ৩৭৮ শিশু টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) পাবে। ক্যাম্পেইনটি স্কুল ও কমিউনিটি সেন্টার উভয় স্থানেই পরিচালিত হবে।
এই কর্মসূচি দুটি ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপ ১২ অক্টোবর থেকে ২০ অক্টোবর এবং দ্বিতীয় ধাপ ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা দেওয়া হবে।
৯ মাস থেকে ১৫ বছর বয়সি শিশুদের এ টিকা দেওয়া হবে। এতে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির ছাত্র-ছাত্রীরা অন্তর্ভুক্ত থাকবে।
টিকার জন্য ১৭ ডিজিটের জন্ম সনদ নম্বর ব্যবহার করেi www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল সকল সংশ্লিষ্ট পক্ষকে কর্মসূচি সফল করতে সচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত তারিখে টিকাদান কেন্দ্রগুলোতে শিশুদের আনার জন্য আহ্বান জানান।
বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইপিআই ও সার্ভেইলেন্স উপ-পরিচালক ডা. মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মো. আকিব উদ্দিন এবং ইউনিসেফ খুলনা প্রধান মো. কাওসার হোসেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) ড. মো. আরিফুল ইসলাম টিকাদান কর্মসূচির বিস্তারিত তথ্য মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন।
সভায় খুলনার ১০ জেলার সিভিল সার্জন, সরকারি কর্মকর্তা, স্কুল শিক্ষক এবং ইমামরা উপস্থিত ছিলেন।