10/20/2025 নিউইয়র্কে ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
odhikarpatra
২৪ September ২০২৫ ২২:৩৯
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।
প্রধান উপদেষ্টা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। এ সময় তিনি শুধু ট্রাম্পের সঙ্গেই নয়, বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতার সঙ্গেও মতবিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন—
এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গর-এর সঙ্গেও সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টার উপস্থিতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বহুপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কূটনৈতিক মহল মনে করছে।