04/20/2025 মিয়ানমারের পার্লামেন্টের নতুন স্পিকার নির্বাচিত
Mahbubur Rohman Polash
২২ মার্চ ২০১৮ ২১:৫১
মিয়ানমারের পার্লামেন্ট হাউস অব রিপ্রিজেন্টেটিভের নতুন স্পিকার হিসেবে উ টি খুন মিয়ন্ত নির্বাচিত হয়েছেন।
পার্লামেন্ট সূত্র একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
বৃহস্পতিবার নেপিদোতে দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত এক অধিবেশনে তাকে নির্বাচন করা হয়। উ টি খুন হাউস অব রিপ্রিজেন্টেটিভের সাবেক ডেপুটি স্পিকার ছিলেন।
এ নির্বাচনের মধ্যদিয়ে উ উইন মিয়ন্ত’র শূন্যতা পূরণ হলো। উ উইন মিয়ন্ত বুধবার স্পিকারের পদ থেকে পদত্যাগ করায় এ শূন্যতার সৃষ্টি হয়েছিল।