10/03/2025 ইসরায়েলি অবরোধে সুমুদ ফ্লোটিলা: গাজার পথে ৪০ জাহাজ
odhikarpatra
১ অক্টোবর ২০২৫ ২৩:৫৭
আন্তর্জাতিক ডেস্ক | অক্টোবর ২০২৫
অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে রওনা হওয়া মানবিক সহায়তাবাহী সুমুদ ফ্লোটিলা বহরকে ঘিরে ফেলেছে ইসরায়েলি নৌবাহিনী। আয়োজকদের দাবি, দু’টি ইসরায়েলি জাহাজ দ্রুতগতিতে এসে বহরের দু’টি জাহাজকে ভয়ভীতি প্রদর্শন করে। এর কিছুক্ষণের মধ্যেই সব ধরনের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যায়। আয়োজক থিয়াগো আভিলা এটিকে সাইবার হামলা হিসেবে অভিহিত করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।
এ বছর বহরে অংশ নিয়েছে প্রায় ৪০টি বেসামরিক জাহাজ, যাতে রয়েছেন প্রায় ৫০০ যাত্রী। তাদের মধ্যে আছেন বিভিন্ন দেশের সংসদ সদস্য, আইনজীবী, মানবধিকার কর্মী
ফ্লোটিলা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে—
“আমাদের লক্ষ্য হচ্ছে গাজার অবরুদ্ধ মানুষদের কাছে খাদ্য, ওষুধ ও মৌলিক সহায়তা পৌঁছে দেওয়া। ইসরায়েলের এ ধরনের আচরণ কেবল আন্তর্জাতিক আইন নয়, মানবতার মৌলিক নীতিরও লঙ্ঘন।”
সুমুদ মানে কী?
“সুমুদ” (Sumud/صمود) একটি আরবি শব্দ। এর অর্থ অটল থাকা, দৃঢ়তা বা স্থিতিশীল প্রতিরোধ। ফিলিস্তিনের প্রেক্ষাপটে এটি বোঝায়—
ইসরায়েলি দখল ও নিপীড়নের বিরুদ্ধে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ কিন্তু অটল প্রতিরোধ।
আন্তর্জাতিক এই ফ্লোটিলার নাম রাখা হয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, যাতে প্রতিফলিত হয় গাজার জনগণের পাশে বিশ্ববাসীর দৃঢ় অবস্থান।
পটভূমি ও প্রেক্ষাপট
২০০৭ সাল থেকে গাজা অবরোধ করে রেখেছে ইসরায়েল। এক দশকের বেশি সময় ধরে গাজাবাসীরা খাদ্য, ওষুধ, বিদ্যুৎ ও চিকিৎসা সংকটে ভুগছে। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন নিয়মিত ফ্লোটিলা পাঠাচ্ছে। তবে এর আগে বহুবার এ ধরনের জাহাজ আটক করে যাত্রীদের গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা।