10/04/2025 গাজীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ: এনসিপি পরিচয়ে দখলদারিত্বের অভিযোগ, আহত ৩
odhikarpatra
৩ অক্টোবর ২০২৫ ২২:৪৪
অধিকার পত্র ডটকম ডেস্ক
গাজীপুর | ৩ অক্টোবর ২০২৫
গাজীপুরের গাছা এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দলীয় পরিচয়ের আড়ালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্যানারে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার রাতে গাছার বারালিপাড়া এলাকায় আনিস খান ও এসকে শাকিলের নেতৃত্বাধীন একটি গ্রুপ স্থানীয় একটি কারখানা থেকে ঝুট উত্তোলনের চেষ্টা করলে, মুকিব খানের নেতৃত্বাধীন আরেকটি গ্রুপ বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং মুকিবসহ তিনজন আহত হন।
আহত মুকিবকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মুকিবের সমর্থকরা হাসপাতালে গিয়ে আনিস ও শাকিলকে মারধর করে। গুরুতর আহত শাকিলকে প্রথমে গাজীপুরে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন
“প্রথমে মুকিবকে আহত করা হয়, পরে হাসপাতালে গিয়ে অন্যপক্ষ হামলার শিকার হয়। আগে তারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন, এখন উভয়পক্ষই এনসিপির পরিচয়ে দখলদারিত্ব দাবি করছে।”
স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ডিশ-ইন্টারনেট, ঝুট ব্যবসা ও ময়লা ব্যবস্থাপনা খাত বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালী গ্রুপ নিয়ন্ত্রণ করতো। তবে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর সেই নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ায় এনসিপি নাম ব্যবহার করে পুরনো প্রভাব পুনরুদ্ধারের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের চিকিৎসা ও রাজনৈতিক প্রতিক্রিয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি।