10/04/2025 বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা
odhikarpatra
৩ অক্টোবর ২০২৫ ২৩:৫৪
অধিকার পত্র ডটকম
বাগেরহাট, ৩ অক্টোবর ২০২৫ :
বাগেরহাটে এ এস এম হায়াত উদ্দিন (৪২) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে আসা চার থেকে পাঁচ যুবক অতর্কিতে হায়াত উদ্দিনের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে সেখান পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
নিহত হায়াত উদ্দিন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় রাজনীতিতেও সক্রিয় ছিলেন। সম্প্রতি নবম মেয়াদে অনুষ্ঠিত বাগেরহাট পৌর বিএনপির সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন।
পুলিশ জানায়, নিহত সাংবাদিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল এবং কিছুদিন আগেও তাঁর ওপর একইভাবে হামলার ঘটনা ঘটে। তবে সর্বশেষ হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে আমরা কাজ শুরু করেছে।