10/04/2025 ১৩২ শিশুর প্রাণ; সবচেয়ে ছোট শহীদ জাবির
odhikarpatra
৪ অক্টোবর ২০২৫ ১২:৪৯
অধিকার পত্র ডেস্ক
ঢাকা, ৪ অক্টোবর ২০২৫ : ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে ছাত্র–জনতার আন্দোলনে অংশগ্রহণ করে ১৩২ জন শিশু ও কিশোর প্রাণ হারিয়েছিলেন। তাদের মধ্যে সবচেয়ে ছোট শহীদ ছিলেন ৬ বছর বয়সী জাবির ইব্রাহিম।
কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে দেশজুড়ে। আন্দোলনে শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীই নয়, স্কুলকচারি ও শিশু-কিশোররাও অংশ নেয়। ঘর, ছাদ, জানালা যেখানে যে অবস্থান পায়, সেখান থেকেই তারা আন্দোলনকে সমর্থন করতে চেয়েছিল।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় জানায়, আন্দোলনকালে সব মিলিয়ে ১৩২ জন শিশু ও কিশোর এবং ১১ জন নারী শহীদ হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০ হাজার, এবং তাদের মধ্যে ৫০০ জন চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছেন।