10/04/2025 নোয়াখালীর হাতিয়ায় গাছে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার — “অধিকার” মযিষৎ ঘটে যাওয়া ঘটনায় দাবী
odhikarpatra
৪ অক্টোবর ২০২৫ ১৪:৫৭
অধিকার পত্র ডেস্ক
নোয়াখালী, ৪ অক্টোবর ২০২৫ —
হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকা থেকে 18 বছর বয়সী মো. জাফর নামে এক যুবকের গাছে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, চুরির সন্দেহে সালিসের নামে নির্যাতন করে তাঁকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি বিএনপি নেতার ডেকে আনা হয় জাফরকে। সেখানে স্থানীয় সালিস বসিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় চুরি সংক্রান্ত অভিযোগ নিয়ে। অভিযোগকারীদের দাবি, এই সভার পর রাতের দিকে তিনি নিখোঁজ হন। আজ সকালে বাজার সংলগ্ন গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায়।
নিহত জাফর ওই এলাকার জাকের হোসেনের ছেলে। গত কয়েক দিন আগে তিনি মাসিক চুক্তিতে কাজ শুরু করেছিলেন বিএনপি নেতা সোহেল মাহমুদের বাড়িতে।
জাফরের পরিবার বলেছে, তাঁরা বিশ্বাস করেন মামলাটি স্বাভাবিক চুরি অভিযোগ নয় “সালিসের নামে নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িত” এবং বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
অপর দিকে, অভিযুক্ত বিএনপি নেতা সোহেল মাহমুদ অভিযোগ অস্বীকার করে বলেন, জাফর তাঁদের বাড়ি থেকে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র, টাকা ও চার্জার চুরি করেছে। পরে স্থানীয়ভাবে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, “প্রাথমিকভাবে আমরা হত্যাকাণ্ড বলেই নিশ্চিত নই এটি আত্মহত্যা নাকি হত্যা, সেটা ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন পরে বলা যাবে।” মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।