10/04/2025 শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষাসংগ্রামী আহমদ রফিককে শেষ বিদায়
odhikarpatra
৪ অক্টোবর ২০২৫ ১৫:৩৬
অধিকার পত্র ডেস্ক
ঢাকা, ৪ অক্টোবর ২০২৫ —
ভাষাসংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ ড. আহমদ রফিক আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
ড. আহমদ রফিক ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তিনি বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় গ্রন্থাগার-এর সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও ভাষা আন্দোলনের অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো।
শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।