10/20/2025 হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে সবজি ব্যবসায়ী নিহত
odhikarpatra
৫ October ২০২৫ ১৪:২০
আজ, রোববার সকাল ৮ টার দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজ এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সবজি বিক্রেতা আজমত আলী (৪০) নিহত হন।
তিনি পিকআপ ভ্যান চালিয়ে বাহুবল উপজেলার দিগম্বর বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী সবজিবহরী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ট্রাকটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই আজমত মারা যান।
শেরপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক জব্দ করে। তবে ঘটনাস্থলের পর চালক দ্রুত পালিয়ে যায়। ওসি আবু তাহের দেওয়ান জানান, চালককে আটকের চেষ্টা চলছে।
সড়ক পরিস্থিতি ও যানবাহন নিয়ন্ত্রণের অভাবে প্রতিদিনই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
বিশেষ করে মহাসড়কে বিরোধী গতি এবং ভারি যানবাহনের কম নিয়ন্ত্রণ—এগুলো মৃত্যু ঘটনাকে ত্বরান্বিত করে।
দ্রুত মেডিক্যাল সেবা পৌঁছানো, সড়ক চেকপয়েন্টের কার্যকর নিয়ন্ত্রণ ও সচেতনতা বাড়ানো জরুরি।