10/15/2025 নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
odhikarpatra
৬ October ২০২৫ ২৩:৫৪
খুলনা, ৬ অক্টোবর ২০২৫ : সোমবার গোপন তথ্যের ভিত্তিতে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ফরামাশেখানা এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রিপন নামে এক সন্ত্রাসীকে আটক করে।
অভিযানে অভিযুক্তের বাড়ি তল্লাশী করে ১টি ৭.৬ মিমি পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগাজিন এবং ৩টি মোবাইল উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা যায়, রিপন খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
অভিযোগপ্রাপ্ত ব্যক্তিকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র আইনানুগভাবে সংরক্ষিত করা হয়েছে। নৌবাহিনী নিয়মিতভাবে সন্ত্রাস ও অপরাধ দমন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।