10/17/2025 সাত ডাকাত কে নাটোরে গ্রেপ্তার
odhikarpatra
১৬ October ২০২৫ ২০:০৬
নাটোর, ১৬ অক্টোবর, ২০২৫ : নাটোরে ব্যাটারিচালিত রিকশাসহ সাত ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তার দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, নাটোর সদর উপজেলার গোয়লডাঙ্গা এলাকার সেলিম সরকারের ছেলে শাকিল হোসেন (২৩), বড় হরিশপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে আবু সাঈদ (১৯), সহিদুল ইসলামের ছেলে মো. রুমেল (১৯), জয়নাল ভূইয়ার ছেলে মো. রুবেল (৩০) মৃত দারু মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৪৩), ধলাট এলাকার মৃত আতাউর রহমানের ছেলে জাহাঙ্গির হোসেন (৩৫) এবং ফতেঙ্গাপাড়া এলাকার মৃত ছমির উদ্দিনের ছেলে আবু সাঈদ (৪৭)।
পুলিশ সুপার জানান, মঙ্গলবার রাত আটটার দিকে বড় হরিশপুর থেকে রুবেল, জাহাঙ্গির, ইসমাইল ও আবু সাইদ নামে চারজন যাত্রী স্থানীয় কোয়েলের ব্যাটারিচালিত বউ রিকশায় উঠে গুনারী গ্রাম আম বাগানের কাছে নিয়ে যায়। সেখানে কোয়েলকে থামিয়ে মোবাইলে তার অশ্লীল ভিডিও আছে উল্লেখ করে তার কাছ থেকে তার রিকশাটি কেড়ে নিতে চায়। রিকশা দিতে না চাইলে আরও দুই সহযোগীকে ডাকে হয়। পরে সবাই মিলে কোয়েলকে মারধর করে রিকশা ছিনিয়ে নিয়ে একটি নন জুডিশিয়ালি স্ট্যাম্পে ৫০ হাজার টাকা দাবি করে স্বাক্ষর নেয়। কোয়েল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে একটি ফোন নম্বরে যোগাযোগ করতে বলে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে শহরের চকরামপুর এলাকায় সড়কের ওপর নামিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় কোয়েল নাটোর সদর থানায় সাতজনের নাম উল্লেখ করে ৩৯৫ ধারায় একটি মামলা রুজু করেন।
মামলার পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার ফতেঙ্গা পাড়া থেকে রুবেল, জাহাঙ্গির, ইসমাইল ও আবু সাইদকে রিকশাসহ গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্যর ভিত্তিতে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে শাকিল, সাঈদ ও রুমেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।