10/19/2025 শাহজালাল বিমানবন্দরের আগুনে কত ক্ষতি হলো? জানতে গঠন হলো উচ্চপর্যায়ের তদন্ত কমিটি!
odhikarpatra
১৯ October ২০২৫ ১৮:৫৩
ঢাকা, ১৯ অক্টোবর ২০২৫:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির আহ্বায়ক করা হয়েছে যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীকে।
অন্য সদস্যরা হলেন—
কর্তৃপক্ষের বক্তব্য:
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, কমিটি দ্রুততম সময়ে ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন দেবে।
একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, বিশেষ ব্যবস্থায় ঢাকা কাস্টম হাউসে আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে, যাতে বাণিজ্য কার্যক্রম ব্যাহত না হয়।