12/08/2025 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন: হৃদ্যতার বন্ধনে জয় প্রত্যাশা চাকমার, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক নির্বাচিত
odhikarpatra
২০ October ২০২৫ ১৮:২৯
অধিকারপত্র ডেস্ক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, সোমবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ঐতিহাসিক চাকসু (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনের পর ক্যাম্পাসজুড়ে চলছে আনন্দ ও উচ্ছ্বাসের উৎসব। শিক্ষার্থীদের মুখে মুখে এখন একটাই আলোচনা— “হৃদ্যতার বন্ধন” প্যানেলের নবীন নেতৃত্বদের জয়গান।
এই নির্বাচনে নবাব ফয়জুন্নেসা হল সংসদে সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রত্যাশা চাকমা।
নিজের অনুভূতি জানিয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রত্যাশা চাকমা লেখেন,
“ডাকসু ও জাকসু নির্বাচনের পর চাকসু নির্বাচন নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে একধরনের আনন্দ ও আবেগ কাজ করছিল। সবার মতো আমারও অনুভূতি অনেক আনন্দের ছিল। এই নির্বাচন ভোটার এবং প্রার্থী সকলকেই অনেক কিছু শিখিয়েছে, নতুন অভিজ্ঞতা দিয়েছে।”
তিনি আরও বলেন,
“ডাকসু নির্বাচন থেকেই মজার ছলে অনেকে আমাকে প্রার্থী হতে বলেছিল। কিন্তু পরিবার থেকে সাপোর্ট না থাকায় প্রথমে সিরিয়াস ছিলাম না। পরে সিনিয়র, জুনিয়র, বন্ধুবান্ধব সবার উৎসাহে আমরা ‘হৃদ্যতার বন্ধন’ প্যানেল থেকে মনোনয়ন নেওয়ার সিদ্ধান্ত নিই।”
প্রত্যাশা চাকমা জানান, অনেকেই চেয়েছিলেন তিনি কেন্দ্রীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করুন, তবে নিজের যোগ্যতা আরও শাণিত করতে চান বলে আপাতত হল সংসদ থেকেই দায়িত্ব পালন করছেন।
তিনি শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
“আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়েছেন, তার জন্য সবার কাছে কৃতজ্ঞ। আমি যেন দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, সবাই আশীর্বাদ করবেন।”