12/07/2025 কুবিতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী (রহ.)-এর মৃত্যুবার্ষিকী পালন
odhikarpatra
২০ October ২০২৫ ২৩:৪৯
কুবি প্রতিনিধি | সোমবার, ২০ অক্টোবর ২০২৫
গাউছিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার উদ্যোগে ইসলামী বিশ্বের মহাপুরুষ, কুতুবে রাব্বানি, মাহবুবে সুবহানি, গাউসুল আজম, হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শিরনি বিতরণ, হামদ ও নাত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাউছিয়া কমিটি কুবি শাখার সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম।
অনুষ্ঠানে হামদ ও নাত প্রতিযোগিতায় ১৩ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়, পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইসলামিয়া মাদ্রাসার অধ্যাপক মুফতি ইব্রাহিম আল কাদ্বেরী,
এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরন মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাবের হোসাইন,
কাজী কায়কোবাদ, এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন,
“গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুবি শাখা কর্তৃক আয়োজিত সুফিবাদের জনক আবদুল কাদের জিলানী (রহ.)-এর স্মরণে যে স্মরণসভা হচ্ছে, তা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত ইতিবাচক বার্তা দেয়। আমরা চাই সুফিবাদের শান্তির বার্তা গাউসিয়া কমিটির মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে যাক।”
কুমিল্লা তরুণ প্রজন্ম সংগঠনের উপদেষ্টা কাজী কায়কোবাদ বলেন,
“আজকের অনুষ্ঠান ফাতেহা-ই-ইয়াজদাহম। আমাদের করণীয় হলো আবদুল কাদের জিলানী (রহ.)-এর রেখে যাওয়া আদর্শ সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া। আপনারা তরুণ প্রজন্ম, আপনাদের মাধ্যমে তার নৈতিকতা ও মানবতার আদর্শ সারা দেশে ছড়িয়ে যাবে।”
সহযোগী অধ্যাপক মাকসুদুল করিম বলেন,
“গাউসিয়া কমিটি একটি অরাজনৈতিক সংগঠন, যার মূল লক্ষ্য মানবসেবা। ফাতেহা-ই-ইয়াজদাহম শুধু কোনো মৃত্যুবার্ষিকী নয়, এটি হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর বিদায়ের দিন। আমরা যদি সৎ নিয়ত নিয়ে কাজ করি, আল্লাহ তায়ালা আমাদের সাহায্য করবেন।”
সংবাদদাতা: শাহরিয়ার হাসান জুবায়ের