10/24/2025 শিক্ষার্থীর ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যে মধ্যরাতে উত্তাল বুয়েট ক্যাম্পাস
odhikarpatra
২২ October ২০২৫ ১৬:১৬
ঢাকা | ২২ অক্টোবর ২০২৫, মঙ্গলবার রাত
সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিক্ষার্থীর ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে আহসান উল্লাহ হলের সামনে কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভে নামেন। তারা ওই শিক্ষার্থীর বহিষ্কার ও কঠোর শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।
বুয়েট ও পুলিশ সূত্রে জানা গেছে, আহসান উল্লাহ হলের ওই শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী সহপাঠীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। রাত সোয়া ২টা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত ছিল।
কর্তৃপক্ষ ও পুলিশের বক্তব্য:
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, “অভিযুক্ত শিক্ষার্থী বর্তমানে বুয়েট কর্তৃপক্ষের হেফাজতে আছে। শিক্ষার্থীরা তার শাস্তির দাবিতে আন্দোলন করছে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, “ঘটনাটি চকবাজার থানার আওতায় পড়লেও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুত আছি।”
এদিকে বুয়েট প্রশাসন জানিয়েছে, তারা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।