10/23/2025 মর্গে ভয়াবহ কাণ্ড! মৃত তরুণীর মরদেহকে ধর্ষণ, আটক পুলিশের বাহক আবু সাঈদ
odhikarpatra
২৩ October ২০২৫ ১১:৩২
ময়মনসিংহ প্রতিনিধি:
অমানবিক ও হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সেখানে ময়নাতদন্তের অপেক্ষায় থাকা এক ২০ বছর বয়সী মৃত তরুণীর মরদেহ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ বাহক মো. আবু সাঈদ (১৯)-কে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাটি ঘটে ২০ অক্টোবর (রবিবার) দুপুর দেড়টার দিকে, আর বুধবার (২২ অক্টোবর) আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আবু সাঈদ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত তরুণীর মরদেহ বহনের দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর হালুয়াঘাটের ঘোষবেড় এলাকায় এক তরুণী আত্মহত্যা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আবু সাঈদের মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তবে সেখানে স্বজনরা না থাকার সুযোগে আবু সাঈদ মৃত তরুণীর মরদেহের সঙ্গে অমানবিক আচরণ করেন।
পরবর্তীতে ময়নাতদন্তের সময় চিকিৎসক তরুণীর যৌনাঙ্গে বীর্যের উপস্থিতি পান, যা বিষয়টিকে স্পষ্ট করে দেয়। সঙ্গে সঙ্গে হালুয়াঘাট থানা পুলিশকে জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ অক্টোবর) হালুয়াঘাট পৌরসভার পাঠাগার মোড় এলাকা থেকে আবু সাঈদকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তিনি অপরাধের কথা স্বীকার করেন।
এ ঘটনায় হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পরে আসামিকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এটি একটি জঘন্য ও লজ্জাজনক অপরাধ। ন্যায়বিচারের স্বার্থে পুলিশ কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ২০ বছর বয়সী মৃত তরুণীর মরদেহ ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত পুলিশ বাহক আবু সাঈদ গ্রেপ্তার হয়ে স্বীকারোক্তি দিয়েছেন।