10/25/2025 চট্টগ্রামে মনোরেল চালু হলে যানজট কমবে: চসিক মেয়র
odhikarpatra
২৪ October ২০২৫ ১৯:০৭
চট্টগ্রাম, ২৪ অক্টোবর ২০২৫ — চট্টগ্রাম নগরের গণপরিবহন ব্যবস্থায় আধুনিকায়নের অংশ হিসেবে নগরে একটি মনোরেল প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, বর্তমান যানজট ও সময়সাপেক্ষ চলাচল বিবেচনায় নগরবাসীর সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সভায় জানানো হয়েছে, প্রাথমিকভাবে চারটি রুট প্রস্তাব করা হয়েছে:
প্রকল্পটির অবকাঠামোতে আনুমানিক ৫০ একর জায়গা প্রয়োজন হবে এবং প্রতিদিন প্রায় ৩০-৩৫ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হবে। ফিজিবিলিটি স্টাডি করতে সময় লাগবে ৭-৮ মাস এবং নির্মাণকর্ম শেষ করতে প্রায় ৩-৪ বছর সময় লাগবে।
এই মনোরেল চালু হলে নগরবাসীর যাতায়াত সহজতর হবে, কর্মঘণ্টা বাঁচবে এবং শহরের অর্থনৈতিক গতিশীলতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।