10/25/2025 লিবিয়া থেকে ফিরল ৩০৯ বাংলাদেশি
odhikarpatra
২৪ October ২০২৫ ২১:৩৫
ঢাকা, ২৪ অক্টোবর ২০২৫ – লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থানকারী ৩০৯ জন বাংলাদেশিকে বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ওই ফ্লাইটে তারা আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছেন।এই প্রত্যাবাসনে অংশ নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ব্যক্তিরা মিথ্যা ইউরোপ যাওয়া প্রতিশ্রুতি তুলে দেওয়া মানব পাচারকারীদের ফাঁদে পড়ে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। অনেকেই সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।
ফেরত আসা ব্যক্তিদের বিমানবন্দরে খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা ও ভ্রমণভাতা প্রদান করা হয়। পাশাপাশি, আগামীতে মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।