10/25/2025 খুলনায় পৃথক স্থানে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
odhikarpatra
২৫ October ২০২৫ ১৪:১৩
খুলনা প্রতিনিধি | অধিকার পত্র ডটকম
২৫ অক্টোবর ২০২৫, শনিবার
খুলনায় পৃথক দুটি স্থানে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাগুলো ঘটে নগরীর খালিশপুর এলাকা ও তেরখাদা উপজেলার অর্জুনা বলদ্বনা গ্রামে।
প্রথম ঘটনাটি ঘটে খুলনা নগরীর খালিশপুরের গোয়ালখালী এলাকায় শনিবার (১৮ অক্টোবর) দুপুরে। নিহতরা হলেন নয়াবাটি টুটুলের মোড় এলাকার পলাশ বেপারীর মেয়ে আমেনা খাতুন (৮) এবং একই এলাকার আজিজুলের মেয়ে মোমিতা খাতুন (৮)।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দুপুর সাড়ে ১২টার দিকে দুই শিশু বাড়ির পাশে বালির পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর এক শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে, পরে আরেকটি মরদেহও পাওয়া যায়। দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, শিশুদের কেউই সাঁতার জানত না।
খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, নিহত দুই শিশু নয়াবাটি জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, একই দিনে জেলার তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের অর্জুনা বলদ্বনা গ্রামে আরও একটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাইমন ফকির (৫)। সে নড়াইল জেলার কালিয়া উপজেলার কুঞ্জপুর গ্রামের রিপন ফকিরের ছেলে।
পরিবার জানায়, সাইমন তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার দুপুরে খাবারের পর খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেরখাদা থানার ওসি মেহেদী হাসান বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শিশুটি খেলতে গিয়ে দুর্ঘটনাবশত পুকুরে পড়ে মারা গেছে। এটি এক হৃদয়বিদারক দুর্ঘটনা।
এই দুটি পৃথক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।