10/26/2025 যশোরে ৮টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক
odhikarpatra
২৬ October ২০২৫ ১৫:০৩
ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫ : যশোরে একটি গুপ্ত অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর সদর উপজেলার মুড়লী মোড় এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকটিয়া গ্রামের শেখ আরিজুল্লাহর ছেলে শেখ অলিউল্লাহ (৫৫)।
তার বিরুদ্ধে করা তল্লাশিতে পাওয়া গেছে এক কেজি ২০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার ও ১.৪৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের আংটি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৮৩ লাখ ২৪ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে আটক করা হয়। তিনি অভিযোগ করেছেন, ঢাকা-যাত্রাবাড়ি এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে তাকে সীমান্ত পারাপারের উদ্দেশ্যে যাচ্ছিল।
আটক ব্যক্তি ও উদ্ধারকৃত স্বর্ণ হস্তান্তর করা হয়েছে যশোর কোতোয়ালী থানায়, এবং মামলার প্রক্রিয়া চলছে।