10/27/2025 জয়পুরহাটে রাইস মিলের চাতালের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
odhikarpatra
২৬ October ২০২৫ ১৯:৪৫
জয়পুরহাট, ২৬ অক্টোবর ২০২৫ :
জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাঁচশিরা বাজার এলাকায় অবস্থিত “মেসার্স ভাই ভাই চালকল”-এর চাতালে এক শোষক পানির অংশে ৩ বছরের শিশু আবু বক্কর সিদ্দিক ডুবে মৃত্যু বরণ করেছে। নিহত শিশুটি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামদিয়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের অহিদুল সরকারের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, রোববার দুপুরে ওই শিশুটি খেলার সময় চালকলের চাতালের সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। অনাকস্মাতে সে পানিতে পড়ে যায় এবং দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ময়নায় মৃত ঘোষণা করেন।
কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।