10/27/2025 নিরাপদ নন নারী শিক্ষার্থীরা!' জবি ছাত্রীকে শ্লীলতাহানির বিচার দাবিতে মধ্যরাতে ধূপখোলা রণক্ষেত্র
odhikarpatra
২৭ October ২০২৫ ০২:৫৪
ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন সহপাঠীরা। রবিবার (২৬ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে পুরান ঢাকার ধূপখোলা মাঠ এলাকায় এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রবিবার রাত ৮টার দিকে টিউশন করাতে গিয়ে গেন্ডারিয়া থানাধীন ডিস্টিলারি রোড ফজলুর রহমান নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনষ্টিটিউট এলাকায় জবির অনুজীব বিজ্ঞান বিভাগের ওই নারী শিক্ষার্থী শ্লীলতাহানির শিকার হন। এ ঘটনায় রাত পৌনে ১১টার দিকে গেন্ডারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বিক্ষোভে শিক্ষার্থীদের ক্ষোভ ও অভিযোগ
বিক্ষোভে অংশ নিয়ে জবির শিক্ষার্থীরা বিচারহীনতার সংস্কৃতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে, ৫ আগস্টের পর থেকে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। এর ফলে অপরাধীরা নির্ভয়ে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের টার্গেট করে লাঞ্ছনা করছে।
আপ বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও জবির পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে ভাড়া করে বা টিউশনি করে থাকতে হয়। কিন্তু এখন নারী শিক্ষার্থীরা টিউশনি এসেও নিরাপদ নন। আমরা প্রশাসনকে বলতে চাই, এই নিপীড়কদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে।"
শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি ইভান তাহসিব বলেন, "শিক্ষার্থীদের সাথে হেনস্তার ঘটনা ইদানীং বেড়েছে। জুলাই পরবর্তী সময়ে শিক্ষার্থীদের স্থানীয়দের সাথে মুখোমুখি করার পাঁয়তারা চলছে। শিক্ষার্থীদের নিরাপত্তাহীন রেখে দমন করার চেষ্টা করা হচ্ছে, আজকের ঘটনাও এরই ফল হতে পারে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুততম সময়ের মধ্যে সেই লাঞ্ছনাকারীকে আটক করতে হবে।"
শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, "যেখানে আমাদের মা-বোনদেরকে নিপীড়ন করা হবে, আমরা সেখানে উপস্থিত হবো এবং সেই কালো হাতকে ভেঙে দেবো। জবিয়ানদের নিরাপত্তার স্বার্থে সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আজ ঐক্যবদ্ধ। আমরা বলতে চাই, সকল নিপীড়করা ভালো হয়ে যাও, না হলে জেলে পচে মরবে।"
শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে অপরাধীকে চিহ্নিত করে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
গুরুত