10/27/2025 সাজিদ হত্যার তদন্তে তথ্য যাচাইয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল সিআইডি
odhikarpatra
২৭ October ২০২৫ ১৭:৩৮
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে প্রয়োজন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী কিংবা অন্য যে কোনো ব্যক্তিকে ডেকে তথ্য যাচাই-বাছাই করার অনুমতি পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত প্রক্টোরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা, নিরাপত্তা সেল, ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সাংবাদিক প্রতিনিধি ও সিআইডি-কুষ্টিয়া ইউনিটের ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী, সিআইডি চাইলে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী বা অন্য কোনো ব্যক্তিকে ডেকে তথ্য যাচাই করতে পারবে।
এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয়, তদন্তের স্বার্থে দুই সপ্তাহ পরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করবে সিআইডি।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর সাজিদ হত্যাকাণ্ডের তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়। এর আগে সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ গত ৪ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি মামলা দায়ের করেন।