10/28/2025 অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
odhikarpatra
২৭ October ২০২৫ ২৩:৫৪
ঢাকা, ২৭ অক্টোবর ২০২৫ (অধিকারপত্র ডটকম):
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে কমনওয়েলথ ইলেকটোরাল সাপোর্ট সেকশনের (ESS) দুই সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লিগ্যাল অ্যাডভাইজার ন্যান্সি কানিয়াগো। উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ অফিসার ম্যাডোনা লিঞ্চসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় আট লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে, সঙ্গে থাকবে ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য। প্রতিটি জেলায় ও পুলিশ সদর দপ্তরে গঠিত হবে “নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ”।
এছাড়া সম্ভব হলে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, বডি ওর্ন ক্যামেরা এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।
তিনি আরও জানান, নির্বাচন পর্যবেক্ষণে দেশি-বিদেশি পর্যবেক্ষক দল ও গণমাধ্যম অবাধে কাজ করতে পারবে। নির্বাচনী সহিংসতা প্রতিরোধে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সও মাঠে থাকবে।
কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বক্তব্য:
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচন পরিচালনায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। কমনওয়েলথ চাইলে আমাদের সিসিটিভি, বডি ওর্ন ক্যামেরা ও নির্বাচন সরঞ্জাম সরবরাহে সহায়তা করতে পারে।”
কমনওয়েলথ প্রতিনিধি ন্যান্সি কানিয়াগো বলেন, “বাংলাদেশ চাইলে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক গ্রুপ নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবে।” তিনি আরও জানান, কমনওয়েলথ পুলিশ সদস্যদের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণেও সহযোগিতা করতে আগ্রহী।
উপদেষ্টা জানান, নির্বাচনের নিরাপত্তা জোরদারে নতুন করে ১০,২৬৪ জন পুলিশ, ২,১৪৫ আনসার ও ভিডিপি, ৫,৫১৩ বিজিবি এবং ৬৩৪ জন কোস্টগার্ড সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।