10/28/2025 হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে ‘ইসলামি লেবাসে’ ক্লাস নিলেন রাবি অধ্যাপক
odhikarpatra
২৮ October ২০২৫ ১৪:৪৮
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | অধিকার পত্র ডটকম
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩০
রাজশাহী: হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে ‘ইসলামি লেবাসে’ ক্লাস নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি হাতে আল-কোরআন নিয়ে ক্লাসে যোগ দেন।
এর আগে রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন রাকসুর নারী প্রতিনিধিদের হিজাব পরিধান নিয়ে ফেসবুকে মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে তিনি ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
অধ্যাপক মনিরুজ্জামান বলেন, “যে ধর্ম পালন করুক, সে তার ধর্মীয় পোশাক পরার বিষয়ে স্বাধীন। যদি কেউ হিন্দু হন, তিনি ধুতি পরে ক্লাসে যাবেন— এতে আমার কোনো আপত্তি নেই। আমি মুসলমান হিসেবে ইসলামি বিধান মেনে পোশাক পরব ও ধর্মগ্রন্থ নিয়ে ক্লাসে যাব— এ স্বাধীনতা প্রতিটি মানুষেরই থাকা উচিত।”
তিনি আরও বলেন, “শিক্ষক সমাজের বিবেক। বিশ্বের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই একজন শিক্ষক মদ নিয়ে ক্লাসে যেতে পারেন না। আমি সেই দৃষ্টিভঙ্গির প্রতিবাদে আমার ধর্মীয় পোশাক ও কোরআন হাতে ক্লাসে উপস্থিত হয়েছি।”
উল্লেখ্য, গতকাল রাতে অধ্যাপক আ-আল মামুন তাঁর ফেসবুক পোস্টে লিখেছিলেন, “এই ব্যক্তিগত স্বাধীনতা আমি এন্ডর্স করছি। কাল আমি এরকম স্বাধীনতা পরে ক্লাসে যাব— পরব টু-কোয়ার্টার, হাতে থাকবে মদের বোতল।” এই বক্তব্যকে ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থী ও শিক্ষক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।