10/28/2025 নিউইয়র্কে জয় ও চেলসির বিবাহোত্তর সংবর্ধনা ১৪ নভেম্বর
odhikarpatra
২৮ October ২০২৫ ১৬:২৬
যুক্তরাস্ট্র প্রতিনিধি
নিউইয়র্ক, ২৮ অক্টোবর ২০২৫:
বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও কলামিস্ট খুরশিদ আনোয়ার বাবলু এবং নাসিমা আনোয়ার বাবলু–র একমাত্র তনয় পাইলট ও প্রকৌশলী নুসরাত গাজী জয়
এবং যুক্তরাষ্ট্রের মুলধারার নাগরিক চেলসি ব্লেকলে–র বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা ব্যাংকোয়েট পার্টি হলে (১ মেরিনা রোড, করোনা, নিউইয়র্ক, এনওয়াই-১১৩৬৮)।
নুসরাত গাজী জয় বর্তমানে ওয়াশিংটন স্টেটের সিয়াটলে আমেরিকান পাইলট হিসেবে কর্মরত, আর তার জীবনসঙ্গী চেলসি ব্লেকলে একই শহরে একজন
আমেরিকান স্কুল শিক্ষক। দীর্ঘ দিনের পরিচয় ও বন্ধুত্ব থেকে তারা একে অপরের পরিণয়ে আবদ্ধ হয়েছেন।
আয়োজক সূত্রে জানা যায়,
বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক এবং মুক্তিযোদ্ধারা উপস্থিত থাকবেন।
হাকিকুল ইসলাম খোকন বাপসা নিউজ