11/01/2025 গুইমারায় ৩ নিরীহ নাগরিক হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ — সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা দাবি
odhikarpatra
৩১ October ২০২৫ ১৮:৪৮
অধিকারপত্র ডটকম :
খাগড়াছড়ির গুইমারায় সন্ত্রাসী হামলায় নিরীহ তিন নাগরিক হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক রাজু ভাস্কর্যের পাদদেশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সংগঠনের প্রধান সমন্বয়ক মোস্তফা আল ইহযায, সদস্য সেলিম রেজা বাচ্চু, চাকরি সংস্কার আন্দোলনের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জালাল আহমদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মো. মিজান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাসেল মাহমুদ, চট্টগ্রাম সমিতির সভাপতি ও সাবেক ছাত্রনেতা এম এ হাশেম রাজু এবং ন্যাশনাল লেবার পার্টির মুখপাত্র শরীফুল ইসলাম বক্তব্য দেন।
এছাড়া পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতা এনাম, নজরুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের শতাধিক শিক্ষার্থী ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পাহাড়ে শান্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে উগ্রপন্থী সন্ত্রাসীরা নিরীহ মানুষকে হত্যা করছে এবং আন্তর্জাতিক মহলে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। পাহাড়ে স্থায়ী শান্তি স্থাপনে সন্ত্রাসীদের দমন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্ত ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা।
মোস্তফা আল ইহযায বলেন, “পাহাড়ে শান্তির স্বপ্ন আজ ভেঙে গেছে। প্রশাসনের উচিত এখনই কঠোর পদক্ষেপ নেওয়া। উন্নয়ন ও সহাবস্থান নিশ্চিত করতে সন্ত্রাসের মূলোৎপাটন জরুরি।”
বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময় পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পরিকল্পিত হামলা, চাঁদাবাজি ও হত্যা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে। একই সঙ্গে তারা পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করেন।
সমাবেশে বক্তারা পাহাড়ে সকল সম্প্রদায়ের বাসিন্দাদের শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জালাল আহমদ
ছাত্র সমন্বয়ক, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট