11/02/2025 দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দিলেন প্রেসিডেন্ট আওন
odhikarpatra
১ November ২০২৫ ০৩:১৪
বৈরুত, লেবানন | ৩০ অক্টোবর ২০২৫
ইসরায়েলি বাহিনীর সীমান্ত অতিক্রম করে এক পৌরকর্মী হত্যার ঘটনায় লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আওন সেনাবাহিনীকে সরাসরি মোকাবিলার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার এই ঘোষণা দেন প্রেসিডেন্ট আওন, যা সাম্প্রতিক ইসরায়েলি হামলার ধারাবাহিকতায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী ব্লিদা (Blida) গ্রামে ঢুকে পৌরসভা ভবনে গুলি চালিয়ে কর্মচারী ইব্রাহিম সালামেহকে হত্যা করে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ (NNA) জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ভোররাতে প্রায় এক কিলোমিটার লেবাননের ভেতরে প্রবেশ করে পৌর ভবনে প্রবল গুলি চালায় এবং প্রায় দুই ঘণ্টা ভবনটি দখলে রাখে।
পরে তারা ভোরে সরে যায়।
প্রেসিডেন্ট জোসেফ আওনের ঘোষণা
প্রেসিডেন্ট আওন বলেন,
“লেবাননের দক্ষিণাঞ্চলে যে কোনো ইসরায়েলি অনুপ্রবেশের বিরুদ্ধে আমাদের সেনারা প্রতিরোধ করবে। দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় আমরা পিছু হটব না।”
এই নির্দেশের পর হিজবুল্লাহ সংগঠন প্রেসিডেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানায়।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা “তাৎক্ষণিক হুমকির” মুখে গুলি চালিয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
পটভূমি:
২০২৪ সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার কথা ছিল এবং হিজবুল্লাহকে লিতানি নদীর উত্তরে সরিয়ে নিতে হতো। কিন্তু ইসরায়েল এখনো পাঁচটি স্থানে অবস্থান করছে।
এ অবস্থায় প্রায় প্রতিদিনই লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটছে।
লেবানন সরকার যুক্তরাষ্ট্রের চাপের মুখে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের প্রক্রিয়া শুরু করেছে, যদিও হিজবুল্লাহ নেতারা স্পষ্ট করে বলেছেন,
“ইসরায়েল সীমান্ত থেকে সম্পূর্ণ সরে না যাওয়া পর্যন্ত আমরা অস্ত্র নামাব না।”