11/03/2025 যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাত: দুইজনের অবস্থা আশঙ্কাজনক, আতঙ্কে যাত্রীরা
Special Correspondent
২ November ২০২৫ ২২:৪১
আন্তর্জাতিক ডেস্ক:
ব্রিটেনের কেন্দ্রীয় অংশে চলন্ত ট্রেনে ঘটে গেল ভয়াবহ এক ছুরিকাঘাতের ঘটনা। শনিবার সন্ধ্যায় ডনকাস্টার থেকে লন্ডনগামী উচ্চগতির একটি ট্রেনে যাত্রীদের ওপর এ হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে নয়জনের অবস্থা ছিল আশঙ্কাজনক আর দুইজন এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালে। ঘটনাটিকে গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে লন্ডন নর্থ ইস্টার্ন রেলওয়ে (এলএনইআর) ট্রেনটি ডনকাস্টার থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়। পিটারবোরো স্টেশন অতিক্রমের কিছু পরেই ট্রেনের ভেতরে হঠাৎ শুরু হয় চিৎকার, আর্তনাদ ও ছুরিকাঘাতের তাণ্ডব। চোখের সামনে বিভীষিকার দৃশ্য দেখেছেন যাত্রী রেন চেম্বার্স। বিবিসিকে তিনি বলেন দুই-তিনটা কামরার দূর থেকে চিৎকার শুনতে পাই। এরপর দেখি এক ব্যক্তি হাত থেকে রক্ত ঝরাতে ঝরাতে দৌড়াচ্ছেন। যাত্রীরা আতঙ্কে কামরা থেকে কামরায় ছুটতে থাকেন, কেউ কেউ নিরাপত্তার জন্য ট্রেনের টয়লেটে নিজেদের আটকে ফেলেন। সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে পুলিশে প্রথম ফোন আসে। মাত্র আট মিনিটের মধ্যে সশস্ত্র পুলিশ ট্রেনে পৌঁছে যায় এবং ট্রেনটি হান্টিংডন স্টেশনে জরুরি অবতরণ করে। সেখানে দুই সন্দেহভাজনকে আটক করা হয়। একজনকে পুলিশ টেজার দিয়ে কাবু করে ফেলে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের সুপারিনটেনডেন্ট জন লাভলেস জানান, দ্রুত পদক্ষেপের কারণে আরও বড় বিপর্যয় এড়ানো গেছে। পুলিশ জানিয়েছে আটক দুইজনই ব্রিটিশ নাগরিকG একজনের বয়স ৩২ অন্যজনের ৩৫ বছর। দুজনই যুক্তরাজ্যেই জন্মগ্রহণ করেছেন। তাদের একজন কৃষ্ণাঙ্গ ব্রিটিশ অন্যজন ক্যারিবীয় বংশোদ্ভূত। তবে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি।
আহত ১১ জনের মধ্যে ১০ জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় এবং একজন পরে নিজে থেকেই হাসপাতালে যান। নয়জনের অবস্থা ছিল আশঙ্কাজনক আর দুইজন এখনো জীবনের জন্য লড়ছেন। ঘটনার পর দেশজুড়ে নেমে আসে শোক ও ক্ষোভ। প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার এক্স-এ লিখেছেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রতি আমার সহানুভূতি। দ্রুত সাড়া দেওয়ার জন্য জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে ধন্যবাদ। হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বলেন, এই মর্মান্তিক ঘটনার জন্য আমি গভীরভাবে দুঃখিত। আহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। রাজা চার্লস ও রানি কনসোর্ট এক বিবৃতিতে বলেন, “আমরা গভীরভাবে শোকাহত ও হতবাক। আক্রান্তদের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি, এবং জরুরি কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। যুক্তরাজ্যে এমন গণছুরিকাঘাতের ঘটনা বিরল। দেশটিতে আগ্নেয়াস্ত্রের অপরাধের হার কম হলেও ছুরিকাঘাতের ঘটনা বাড়ছে। চলতি বছরের জুন পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে ৫১ হাজারের বেশি ছুরি সংক্রান্ত অপরাধ রেকর্ড করা হয়েছে। শনিবারের এই হামলার পর লন্ডন ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূর্ব উপকূলের ব্যস্ততম রেললাইন ইস্ট কোস্ট মেইন লাইন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ঘটনার তদন্ত এখনো চলছে। পুলিশ বলেছে অকাল সিদ্ধান্ত নয়, আমরা সব দিক পর্যালোচনা করছি।
-মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র