11/04/2025 চাকসুর নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক তৈয়ব চৌধুরী! চবিতে নতুন দায়িত্ব গ্রহণ
                odhikarpatra
৩ November ২০২৫ ২২:৪৭
            অধিকার পত্র ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-র কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় চবির তথ্য ও ফটোগ্রাফি শাখার ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) তিনি আনুষ্ঠানিকভাবে চাকসুর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। চাকসু গঠনতন্ত্র অনুযায়ী আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার তাকে এ পদে নিয়োগ দেন।
এসময় বিদায়ী কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী নবনিযুক্ত কোষাধ্যক্ষের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।