11/04/2025 বিশ্বের প্রথম প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করল মালদ্বীপ
Special Correspondent
৪ November ২০২৫ ১৩:৪৯
আন্তর্জাতিক ডেস্ক | নভেম্বর ৪, ২০২৫
দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ধূমপানবিরোধী লড়াইয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। দেশটি বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করেছে। ২০০৭ সালের ১ জানুয়ারির পর যাদের জন্ম তাদের জন্য ধূমপান, তামাক কেনাবেচা ও ব্যবহার এখন থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। শনিবার থেকে কার্যকর হওয়া এই আইনকে মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় আখ্যা দিয়েছে জনস্বাস্থ্য রক্ষায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে। মন্ত্রণালয়ের ভাষ্যমতে এই উদ্যোগের লক্ষ্য একটি তামাকমুক্ত প্রজন্ম তৈরি করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বজুড়ে ধূমপানের কারণে ৭০ লাখের বেশি মানুষ মারা যায়। মালদ্বীপে ২০২১ সালের জরিপে দেখা যায় ১৫ থেকে ৬৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের প্রায় ২৫ শতাংশ তামাক ব্যবহার করেন। ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোরদের মধ্যে এই হার প্রায় দ্বিগুণ। এর আগেও দেশটি তামাকবিরোধী কঠোর পদক্ষেপ নিয়েছিল। ২০২৪ সালের শেষ দিকে ইলেকট্রনিক সিগারেট (ভেপ) আমদানি, উৎপাদন, ব্যবহার ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়, বয়স নির্বিশেষে। নতুন নীতিমালার অংশ হিসেবে সরকার এখন অ্যান্টি স্মোকিং ক্লিনিক চালু করার পরিকল্পনা করছে, যেখানে ধূমপান ছাড়ার ওষুধ ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে।
ধূমপানবিরোধী এমন প্রজন্মভিত্তিক আইন বিশ্বের অন্য দেশগুলোতেও আলোচনায় এসেছে। নিউজিল্যান্ড ২০২২ সালে এমন একটি আইন পাস করলেও ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর তা বাতিল করা হয়। সরকার বলেছিল, এই আইনের মাধ্যমে পাওয়া রাজস্ব কমে গেলে তা কর ছাড়ে প্রভাব ফেলবে। একইভাবে ব্রিটেনেও অনুরূপ বিল সংসদে আলোচনায় রয়েছে, যেখানে ২০০৯ সালের পর জন্ম নেওয়া ব্যক্তিদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে। দেশের প্রধান হাসপাতাল ও ক্যান্সার চ্যারিটিসহ বহু স্বাস্থ্যসংস্থার নেতারা এই বিল দ্রুত পাসের আহ্বান জানিয়েছেন। তামাকের কারণে বাড়তে থাকা মৃত্যুহার রোধে মালদ্বীপের এই আইন শুধু দেশের নয়, বরং বিশ্বজুড়ে জনস্বাস্থ্য আন্দোলনের জন্য এক অনুপ্রেরণার বার্তা দিয়েছে। এখন দেখা যাক, অন্যান্য দেশগুলোও কি এই পথে হাঁটতে সাহসী পদক্ষেপ নেয়।
-মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র