11/05/2025 তিন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন
odhikarpatra
৪ November ২০২৫ ২৩:৫৯
প্রকাশ: মঙ্গলবার০৪ নভেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–সহ তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার সন্ধ্যায় ইসি সচিবালয় থেকে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধনের জন্য যোগ্য বিবেচিত তিন দল হলো—
✅ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) – প্রতীক: শাপলা কলি
✅ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) – প্রতীক: কাঁচি
✅ বাংলাদেশ আম জনগণ পার্টি – প্রতীক: হ্যান্ডশেক (করমর্দন)
নির্বাচন কমিশন জানায়, এসব দল নিবন্ধনের প্রাথমিক পর্যায়ে যোগ্যতা অর্জন করেছে। এখন দাবি–আপত্তির সময়সীমা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপত্তি থাকলে আগামী ১২ নভেম্বরের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
ইসি সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ে মোট ১৪৩টি দল নিবন্ধনের আবেদন জমা দেয়। যাচাই–বাছাই শেষে ২২টি দলের বিষয়ে মাঠ তদন্ত হয়, সেখান থেকে নির্বাচিত হয়েছে এই তিন দল।
ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানান—
“কমিশন মনে করেছে এই তিনটি দল নিবন্ধনের যোগ্য। আপত্তি যাচাই শেষে সনদ প্রদান করা হবে।”