11/08/2025 বুড়িগঙ্গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৌকাডুবি, সবাই উদ্ধার
odhikarpatra
৭ November ২০২৫ ২২:৪৪
অধিকারপত্র ডটকম :
পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ শিক্ষার্থী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে সবাইকে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী একটি নৌকা দুর্ঘটনায় পড়ে ডুবে যায়। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বুড়িগঙ্গার লালকুঠি ঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানিয়েছেন, নৌকাটিতে ১০ থেকে ১৫ জন জবি শিক্ষার্থী ছিলেন। নৌকাটিতে থাকা অবস্থায় একটি লঞ্চের ধাক্কায় নৌকাটি উল্টে যায়। তখন শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে নদীতে লাফ দেন। পরে স্থানীয় নৌযান ও উপস্থিত লোকজনের সহায়তায় সবাইকে উদ্ধার করা হয়। বর্তমানে তারা নিরাপদে আছেন।
জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১৮তম ব্যাচের প্রায় ১৫ জন শিক্ষার্থী ওই নৌকায় ছিলেন। তারা সন্ধ্যায় বিনোদনের উদ্দেশ্যে নদীতে ঘুরতে বের হয়েছিলেন।
ঘটনার বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য রিয়াসাল রাকিব জানান, দুর্ঘটনার পর সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কেউ গুরুতর আহত হননি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসারও নিশ্চিত করেন যে, খবর পেয়ে তারা প্রস্তুত ছিলেন, তবে উদ্ধার কার্যক্রমের আগেই স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা নিরাপদে তীরে উঠেছেন।