11/18/2025 ঢাকায় উত্তেজনা চরমে! শেখ হাসিনার ফাঁসির রায়ের পর সাবেক এমপি হাবিব হাসানের ভাইয়ের বাসায় ঢুকে মাইক্রোবাসে আগুন
odhikarpatra
১৭ November ২০২৫ ২০:৪১
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের পর রাজধানীর তুরাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ একদল লোক ঢুকে পড়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা ও ঢাকা-১৮ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ হাবিব হাসানের ভাই নাদিম হাসানের বাসায়। সেখানে সীমানার ভেতরে রাখা একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় তারা।
ঘটনাটি ঘটে সোমবার বিকাল ৪টার দিকে। স্থানীয়রা জানান, আগুন লাগার পর মুহূর্তেই গাড়িটি দাউদাউ করে জ্বলে ওঠে। দূর থেকে বাসার ভেতর ধোঁয়া উঠতে দেখে অনেকে মনে করেন—সাবেক এমপির বাসাতেই আগুন লেগেছে।
তুরাগ থানার ওসি মনিরুল ইসলাম জানান,
“ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে তা বাসার অন্য অংশে ছড়াতে পারেনি।”
তবে গাড়িটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।
ওসি আরও বলেন, হুট করেই একদল লোক বাসার ভেতরে ঢুকে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। কারা এ ঘটনা ঘটিয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।
উত্তরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আলম হোসেন জানান,
বিকালে কাছেই ১৪ নম্বর সেক্টরের একটি তুলার গুদামে আগুন লাগার খবর ছিল। সেটি নেভানোর সময় সাবেক এমপির ভাইয়ের বাসার আগুনের খবর পাওয়া যায়।
“আমরা দ্রুত সেখানে পৌঁছাই, কিন্তু স্থানীয়রা আগেই আগুন নিভিয়ে ফেলেছে। পরে দেখা যায় বাড়ির চৌহদ্দির ভেতরে থাকা মাইক্রোবাসটি পুড়ে গেছে।”
এক হাজার বর্গফুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে চলে আসায় আশপাশের দোকানগুলো বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়।