04/21/2025 বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছে বিএনপি-জামায়াত: আইনমন্ত্রী
Mahbubur Rohman Polash
২৭ মার্চ ২০১৮ ১৯:৩০
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন,
বিএনপি-জামায়াত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার ষড়যন্ত্র করেছে।
তিনি আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবা পৌর এলাকার কদম তলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে তারা এ ষড়যন্ত্র করে আসছে। আর জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার মুখোশ লাগিয়ে রাজকারদেরকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করেছিলেন। সে সুযোগ তারা কাজে লাগিয়েছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিছুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম জে হাক্কানী, অ্যাডভোকেট রাশেদুল কায়ছার জীবন, রহুল আমীন ভূইয়া বকুল ও কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল।
মন্ত্রী মুক্তিযোদ্ধাদের বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা আপনাদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন। বাংলাদেশ এখন উন্নয়নের রুল মডেল।
তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে উন্নত দেশে উন্নীত করতে আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করার কোনো বিকল্প নেই।