11/18/2025 ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে থাকা খাদিজাতুল কুবরা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক
odhikarpatra
১৭ November ২০২৫ ২৩:৫৯
অধিকার পত্র ডটকম।
সংবাদ কন্টেন্ট:
ডিজিটাল নিরাপত্তা আইনে দীর্ঘদিন কারাগারে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে।
আজ রোববার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রাথমিক সদস্য হিসেবে আপনি দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আপনার সাংগঠনিক সক্রিয়তা ও দক্ষতার মূল্যায়ন করে আপনাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।”
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই মনোনয়ন প্রদান করেছেন।