11/18/2025 সিরাজদিখানে পুলিশের সামনেই ছাত্রলীগ–যুবলীগের ঝটিকা মিছিল, এসআই প্রত্যাহার—অঞ্চলে তুমুল আলোচনা
odhikarpatra
১৮ November ২০২৫ ১৯:৫৫
নিজস্ব প্রতিবেদক | মুন্সিগঞ্জ ব্যুরো
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড সংক্রান্ত রায়ের প্রতিবাদে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে এই মিছিল ঘিরে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের নীরব ভূমিকার কারণে টহল দায়িত্বে থাকা এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।
স্থানীয়দের মতে, আজ সকাল ৯টার দিকে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের প্রায় অর্ধশত কর্মী অংশ নেন।
মিছিলকারীরা গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে স্লোগান দেন এবং ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
মিছিল চলাকালে ঘটনাস্থলে পুলিশের একটি টহল গাড়ি ছিল। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, পুলিশ পরিস্থিতি সামাল দিতে কোনো ধরনের উদ্যোগ নেননি। বিষয়টি জানাজানি হলে টহলের দায়িত্বে থাকা সিরাজদিখান থানার এসআই কামরুজ্জামান সিকদারকে থানা থেকে প্রত্যাহার করে মুন্সিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, “মিছিলটি হঠাৎ শুরু হয়। কাছে থাকা টহল দল কিছু বুঝে ওঠার আগেই মিছিলকারীরা ছড়িয়ে পড়ে। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এসআই কামরুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে।”
তিনি আরও জানান, মিছিলে অংশ নেওয়া তিনজনকে ইতোমধ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।