11/19/2025 আজহারীকে মনোনয়ন দিচ্ছে জামায়াত? গুজব বলেই জানালো দলটি—ছড়ালো ব্যাপক আলোচনা
odhikarpatra
১৯ November ২০২৫ ২০:০৫
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। বিশেষ করে দুপুর থেকেই বিভিন্ন পোস্টে দাবি করা হয় যে আজহারী জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন।
তবে জামায়াতে ইসলামী স্পষ্ট ভাষায় জানিয়েছে—এ তথ্য পুরোপুরি গুজব। আজহারীকে মনোনয়ন দেওয়ার কোনো সিদ্ধান্ত দল নেয়নি এবং এমন সম্ভাবনাও নেই।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের বলেন—
“মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি সম্পূর্ণ গুজব। এমন সিদ্ধান্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। রাজনৈতিক প্রার্থিতা নিয়ে যাচাই-বাছাই ছাড়া ভুয়া তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।”
গুজব ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই অভিনন্দন জানাতে শুরু করায় ভুল তথ্য আরও দ্রুত ছড়িয়ে পড়ে।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঢাকা-৫ আসনে জামায়াত নতুন প্রার্থী নিয়ে ভাবছে বলে সংগঠনের সূত্রে জানা গেছে। তবে এই আসন থেকে কামাল হোসেন নামের একজন প্রার্থী দীর্ঘদিন ধরে জামায়াতের হয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আজহারীর প্রার্থিতা নিয়ে গুজব ছড়ানোয় দলটি সতর্ক করে বলেছে—এ ধরনের বিভ্রান্তিকর তথ্য রাজনৈতিক পরিবেশকে বাধাগ্রস্ত করে এবং নির্বাচনী প্রক্রিয়ায় ভুল ধারণা তৈরি করে।
#আজহারী #জামায়াত #ঢাকা৫ #জাতীয়নির্বাচন২০২৫ #রাজনীতি #ভুয়াখবর #BangladeshElection #OdhikarpatraDotCom