11/20/2025 তারেক রহমানের ৬০তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সেলিম রেজা
odhikarpatra
১৯ November ২০২৫ ২২:২৭
নিউইয়র্ক, ২০ নভেম্বর
যুক্তরাস্ট্র প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন উপলক্ষে গভীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। খবর—আইবিএন নিউজ।
এক শুভেচ্ছা বার্তায় সেলিম রেজা বলেন—
“তারেক রহমান শুধু একটি নাম নয়; তিনি সংগ্রামী নেতৃত্বের প্রতীক, জাতীয়তাবাদী চেতনার আলোকবর্তিকা এবং নতুন প্রজন্মের জন্য প্রেরণা।”
তিনি জানান, দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তারেক রহমানের অবদান অনস্বীকার্য। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শে বেড়ে ওঠা তারেক রহমান শৈশব থেকেই নেতৃত্ব, সাহস এবং আত্মত্যাগের শিক্ষা পেয়েছেন।
সেলিম রেজার বক্তব্য
সেলিম রেজা আরও বলেন—
“আপনি সাহস ও নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ। আপনার জন্মদিন আমাদের জন্য শুধু উদযাপনের দিন নয়—এটি একটি প্রেরণা। ঝালকাঠি-১ আসনের জনগণের পক্ষ থেকেও আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।”
হাকিকুল ইসলাম খোকন বাপসা নিউজ