11/20/2025 ফেসবুকে তারেক রহমানকে ‘কটূক্তি’! ভেরিফায়েড আইডির পোস্ট নিয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন
odhikarpatra
২০ November ২০২৫ ০০:০০
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’ করার অভিযোগে শাহিন মাহমুদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে। বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর আদালতে এ আবেদন দাখিল করেন।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ প্রদান হতে পারে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানিয়েছেন।
মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে—
১২ নভেম্বর দলীয় সমাবেশে ভার্চ্যুয়াল ভাষণে তারেক রহমান বলেন, “বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া বেশি গুরুত্বপূর্ণ।”
এরপর ১৫ নভেম্বর শাহিন মাহমুদ তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দেন:
“৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর ন্যায্য দাম পেত।”
বাদীর অভিযোগ—
সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর—
আদালত বৃহস্পতিবার আদেশ দিলে মামলাটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ বা বাতিল—দুটি সম্ভাবনার যেকোনো একটি সামনে আসবে।
#তারেকরহমান #সাইবারট্রাইব্যুনাল #BNP #CyberSecurityAct2025 #BangladeshPolitics #OdhikarpatraDotCom