11/20/2025 নারীর নিরাপত্তায় ৫ দফা রূপকল্প ঘোষণা—‘নারী নিরাপদ হলে বাংলাদেশ অপ্রতিরোধ্য
odhikarpatra
২০ November ২০২৫ ১৩:৩৭
নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নে ৫ দফা রূপকল্প প্রকাশ করেছে বিএনপি
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ডিজিটাল যুগে প্রযুক্তি যেমন মানুষের জীবন বদলে দিয়েছে, তেমনি তৈরি করেছে নতুন বাস্তবতা ও নতুন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে নারী নিরাপত্তা ও ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।
দলটির পক্ষ থেকে জানানো হয়—বাংলাদেশকে এগিয়ে নিতে হলে অনলাইন থেকে বাস্তব জীবন—সব ক্ষেত্রেই নারীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দেশের মেয়ে, মা, স্ত্রী ও কর্মজীবী নারীরা এখনো প্রতিদিন নানা রকম সহিংসতা, ভয়-ভীতি, ডিজিটাল হয়রানি ও সামাজিক হুমকির মুখে পড়ছেন, যা দেশের অগ্রগতিকে পিছিয়ে দেয়।
এটি সেই বাংলাদেশ নয়—যা নতুন প্রজন্মকে আমরা দিতে চাই, মন্তব্য করেছে দলটি।
একটি দ্রুত ও সহজ প্ল্যাটফর্ম যেখানে নারীরা সাইবার বুলিং, হুমকি, হয়রানি, ফেক আইডি, তথ্য ফাঁসসহ যেকোনো ডিজিটাল অপরাধ তাৎক্ষণিকভাবে জানাতে পারবেন।
২৪/৭ হটলাইন, অনলাইন পোর্টাল ও প্রশিক্ষণপ্রাপ্ত রেসপন্স টিম দ্রুত ব্যবস্থা নেবে।
বড় প্রযুক্তি কোম্পানির সঙ্গে সমন্বয় করে বাংলা ভাষায় কন্টেন্ট মডারেশন আরও শক্তিশালী করা হবে।
নারী সাংবাদিক, শিক্ষার্থী, কর্মী ও জনপরিচিত নারীরা অনলাইন বা অফলাইনে আক্রমণের মুখে পড়লে দ্রুত আইনি ও ডিজিটাল সহায়তা নিশ্চিত করা হবে।
গোপন অভিযোগ গ্রহণ, নিরাপত্তা গাইডলাইন ও দ্রুত প্রতিকারমূলক পদক্ষেপ থাকবে।
স্কুল-কলেজ-ভার্সিটিতে ওরিয়েন্টেশনেই শেখানো হবে অনলাইন সেফটি, প্রাইভেসি সুরক্ষা, সাইবার প্রতারণা মোকাবিলা ও ডিজিটাল আচরণবিধি।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সেফটি ফোকাল পয়েন্ট’ শিক্ষক থাকবে।
কমিউনিটি হেল্প ডেস্ক, নিরাপদ পরিবহন, উন্নত স্ট্রিট লাইটিং, এবং ট্রমা-সেনসিটিভ রেসপন্ডার নিয়োগ করা হবে।
নারীদের দৈনন্দিন চলাফেরার অভিজ্ঞতা আরও নিরাপদ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
নারীদের নেতৃত্ব প্রশিক্ষণ, মেন্টরশিপ নেটওয়ার্ক ও কর্মক্ষেত্রে শিশু যত্ন কেন্দ্র বৃদ্ধি করা হবে।
দলটির বক্তব্য—“নারীরা এগোলে দেশ এগোয়; নারীরা নেতৃত্ব দিলে জাতি শক্তিশালী হয়।”
বিএনপি জানায়—রাজনীতি, ধর্ম, জাতি বা মতের ভিন্নতা যাই থাকুক, একটা সত্য আমাদের এক করে: নারী নিরাপদ হলে বাংলাদেশ অপ্রতিরোধ্য।
দলটির আহ্বান—আগামী প্রজন্মের মেয়েদের জন্য নিরাপদ, সমানাধিকারভিত্তিক ও অগ্রসর বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করতে হবে।