11/22/2025 পূর্ব জেরুজালেমে দুই কিশোরকে গুলি করে হত্যা, গাজায় আরও প্রাণহানি — ইসরায়েলের হামলা চরম উত্তেজনায়!
odhikarpatra
২১ November ২০২৫ ১৮:৫৪
গাজা ও পূর্ব জেরুজালেম | ২১ নভেম্বর ২০২৫ (শুক্রবার)
আল জাজিরা, ওয়াফা ও গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, ইসরায়েলি বাহিনীর নতুন করে হামলায় পূর্ব জেরুজালেম ও গাজায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পূর্ব জেরুজালেমের কাফর আকাব এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত হন। নিহতদের একজন ১৬ বছর বয়সী সামি ইব্রাহিম সামি মাশায়েখ।
গাজায় খান ইউনিসের দক্ষিণে ‘ইয়েলো লাইন’-এর বাইরে আরও একজন বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী বলে জানিয়েছেন নাসের হাসপাতালের এক সূত্র।
মূল ঘটনা সংক্ষেপে
সংশ্লিষ্টদের বক্তব্য আল জাজিরাকে দেওয়া বিবৃতিতে নাসের হাসপাতালের এক কর্মকর্তা জানান,
“ইয়েলো লাইনের বাইরে থাকা বাস্তুচ্যুতদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা বাড়ছে। আজ আবার একজন নিহত হয়েছেন।”
ওয়াফা জানিয়েছে,
“কাফর আকাব এলাকায় কিশোরদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালায়, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”