11/22/2025 ভূমিকম্পে নরসিংদীতে নিহত ৫, আহত শতাধিক
odhikarpatra
২১ November ২০২৫ ১৯:৩৯
নরসিংদী, ২১ নভেম্বর ২০২৫ (শুক্রবার)
দেশে সাম্প্রতিক সময়ে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতেই পাঁচজনের মৃত্যু ও শতাধিক মানুষ আহত হয়েছেন। সানশেড ধস, দেয়াল চাপা, গাছ থেকে পড়ে যাওয়া ও আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে এই প্রাণহানি ঘটে। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ১০০-এর বেশি মানুষ।
জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, সিভিল সার্জন সৈয়দ আমীরুল হক শামীম, নরসিংদী সদর হাসপাতাল ও পলাশ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া পুলিশ ও স্থানীয়দের বরাতেও মৃত্যুর কারণ জানা যায়।
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি এলাকায় ভূমিকম্পের সময় পাশের নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ঘরের সানশেড ভেঙে দেলোয়ার হোসেন উজ্জ্বল (৪০) ও তার ছেলে হাফেজ ওমরের (৮) মাথায় পড়ে।
পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়ার কাজেম আলী ভূইয়া (৭৫) নিজ বাড়ির মাটির দেয়াল ধসে চাপা পড়ে গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
শিবপুরে ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে গুরুতর আহত হন ফোরকান মিয়া (৪৫)। হাসপাতালে পৌঁছানোর পর তিনি মারা যান।
কাজীরচর নয়াপাড়ার নাসির উদ্দিন (৬৫) ভূমিকম্পে আতঙ্কিত হয়ে দৌড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ভূমিকম্পের কারণে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন লাগে।
জেলা প্রশাসক জানিয়েছেন, কন্ট্রোল রুম খোলা হয়েছে, এবং ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে