11/22/2025 গাজার অজ্ঞাত কাহিনী বইয়ে তুলে ধরলেন তরুণ, ইসরায়েলের গণহত্যার শিকারদের কণ্ঠ
odhikarpatra
২২ November ২০২৫ ১৮:৫৫
গাজার অজ্ঞাত কাহিনী বইয়ে তুলে ধরলেন তরুণ, ইসরায়েলের গণহত্যার শিকারদের কণ্ঠ
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
গাজার তরুণ লেখক ওয়াসিম সাইদ তার নতুন বই Witness to the Hellfire of Genocide-এ ইসরায়েলের হামলার ভয়াবহতা ও বেসামরিক মানুষের অজ্ঞাত কষ্টের কাহিনী তুলে ধরেছেন। দুই বছরের যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের সময় তার অভিজ্ঞতা ও প্রত্যক্ষদর্শী গল্পগুলো বইয়ে সংকলিত হয়েছে।
ওয়াসিম জানিয়েছেন, বিদ্যুৎ ও ইন্টারনেট নেই এমন পরিবেশে মোমবাতি জ্বালিয়ে লিখেছেন তিনি। তার প্রতিটি অধ্যায় এমন মানুষের গল্প বলে যাদের মৃত্যু বা বেদনা আগে কেউ জানত না। তিনি বলেন, “আমি শুধু সহানুভূতির জন্য লিখছি না, আমি চাই যে পাঠক বইটি পড়ে সচেতন হোক এবং কিছু করার চেষ্টা করুক।”
রিপোর্টে বলা হয়েছে, গাজায় হামলার ফলে হাজারো বেসামরিক মানুষ নিহত হয়েছে, বাড়িঘর ও অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। সাধারণ সংবাদ প্রতিবেদনে এই হতাহতের সংখ্যা দেখানো হয়, কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা, যন্ত্রণার কাহিনী ও মানবিক স্মৃতি প্রায়ই আড়ালেই থাকে। ওয়াসিমের লেখা সেই নীরব কাহিনীগুলোকে জীবন্ত করে তুলে ধরে।
তিনি আরও বলেন, “গল্পগুলো হারিয়ে যাবে যদি তা ডকুমেন্ট করা না হয়। এই লেখালেখি আমার নীরব প্রতিরোধ এবং ইতিহাসের সাক্ষ্য।” গাজার বেসামরিক মানুষের কষ্ট, ধৈর্য ও সংগ্রামের এই দলিল ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ধরা হবে।
ওয়াসিমের বই আন্তর্জাতিক পাঠকের কাছে গাজার বাস্তবতা পৌঁছে দিতে পারে, এবং তরুণ লেখকের এই সাহসিকতা বিশ্বমঞ্চে মানবিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
#গাজা #ইসরায়েল_হামলা #মানবিক_সংকট #WitnessToHellfire #অধিকারপত্র #নতুনবই #গণহত্যা_দলিল #মানবিক_কাহিনী